ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বাংলাদেশে চালু হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষা

প্রকাশিত : ১০:০২ পিএম, ৫ নভেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ১০:৫১ এএম, ৬ নভেম্বর ২০১৭ সোমবার

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের উপর উচ্চতর ডিগ্রী অর্জনের সুযোগ। বাংলাদেশ চায়না ইনস্টিটিউট অব টেকনোলোজির (বিসিআইটি) সার্বিক তত্ত্বাবধানে ঢাকার স্টামফোর্ড ইউনির্ভাসিটিতে চালু হচ্ছে এ পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এ উপলক্ষে চীনের সাত সদস্যের এক প্রতিনিধি দল তিনদিনের সফরে আজ (৫ নভেম্বর) ঢাকায় এসেছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চীনের গানসু প্রদেশের পররাষ্ট্র বিষয়ক ডেপুটি ডিরেক্টর জেনারেল ইয়াং ইয়াংগাং।

আগামীকাল ৬ নভেম্বর এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হবে স্টামফোর্ড ইউনির্ভাসিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে। চুক্তিতে স্টামফোর্ডের পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহম্মদ আলী নকী ও চীনের লানজু জিয়াতং ইউনির্ভাসিটির প্রেসিডেন্ট ইয়াং জিজিয়াং। এছাড়া প্রতিনিধি দল ৭ নভেম্বর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে বিসিআইটি’র ব্যবস্থাপনা পরিচালক চার্লি চ জানান, চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে রয়েছে দক্ষ পাওয়ার ইঞ্জিনিয়ারের স্বল্পতা। সে চাহিদা পূরণে সরাসরি চীনের অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হবে এ বিভাগ।

বিসিআইটি’র চেয়ারম্যান মাসুম মসহিন জানান, বর্তমানে দেশে সরকারি- বেসরকারি বেশ ক’টি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠানে প্রচুর পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা রয়েছে। এছাড়া বিশ্ববাজারেও রয়েছে চাকুরির সুযোগ।

কেআই/ডব্লিউএন