ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ব্লগার অভিজিৎ হত্যায় একজনকে গ্রেফতার

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৬ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ১১:৩৬ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার

অভিজিৎ রায় হত্যা মামলার পলাতক আসামি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি)একটি ইউনিট। সে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য ছিল বলে পুলিশ জানিয়েছে।

রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় । ইতিমধ্যে তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে পুলিশ সুত্র নিশ্চিত করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল ওরফে সাকিব অভিজিত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে।

এর আগে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ছয় জনকে সনাক্ত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোহেল ওরফে সাকিব তাদেরই একজন। গত বছরের ২১ আগস্ট আবু সিদ্দিক সোহেলসহ ওই ছয় জনের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিতকে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তকারীদের সঙ্গে আবু সিদ্দিক সোহেলও ছিলেন বলে পুলিশ বলছে । সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করেন পুলিশ।

গত বছরের ১৯ জুন খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হন অভিজিত হত্যার প্রধান আসামী শরীফুল ইসলাম ।

এমজে/ এআর