এসইএসআইপি প্রকল্প
১০০০ জন রিসোর্স টিচার নিয়োগ
প্রকাশিত : ০৩:১৮ পিএম, ৬ নভেম্বর ২০১৭ সোমবার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (SESIP) আওতায় শুধু প্রোগ্রাম মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে রিসোর্স টিচার (আরটি) নেওয়া হবে।
পদের নাম
রিসোর্স টিচার (আরটি)
পদের সংখ্যা
১০০০ জন
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত/বিজ্ঞান/ইংরেজি বিষয়ে স্নাতক পাস অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক (পাস) ডিগ্রিধারীদের গণিত/বিজ্ঞান বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর এবং ইংরেজি বিষয়ে ৪৫% নম্বর থাকতে হবে। আবেদনকারীদের বিএড/ডিপ-ইন-এড/এমএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তরা প্রতি মাসে বেতন পাবেন ২০ হাজার ৩০০ টাকা।
বয়স
অনূর্ধ্ব-৩০ বছর এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্র ও কন্যাদের ক্ষেত্রে অনূর্ধ্ব-৩২ বছর।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা ৬ নভেম্বর ২০১৭ তারিখ থেকে http://sesip.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। আগামী ২১ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির লিংক :
এমআর