রংপুরে বাসদের নেতাকর্মীরা ৫ দফা দাবিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও করেছে
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৮ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় কৃষকদের ক্ষতিপুরন প্রদানসহ ৫ দফা দাবিতে রংপুরের বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে বাসদের নেতাকর্মীরা।
রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাও করতে আসলে পুলিশ মুল গেট বন্ধ করে দেয়। এ সময় নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। বক্তব্য বক্তারা অভিযোগ করেন, ভারত উজানে তাদের এলাকা গজল ডোবায় এক তরফাভাবে বাঁধ নির্মান করে পানির প্রবাহ পুরোপুরি বন্ধ করে দেয়ায় তিস্তা নদী শুস্ক মৌসুমে মরা খালে পরিনত হয়েছে। সমাবেশে ক্ষেতমজুরদের ১২০ দিনের কর্মসৃজন চালু করন সহ ৫ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেয়া হয়।