বিপিএল ২০১৭
মাঠে নামছে ভাইকিংস
প্রকাশিত : ১১:০৮ এএম, ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৫৯ পিএম, ৮ নভেম্বর ২০১৭ বুধবার
একদিন বিরতি দিয়ে আজ আবার শুরু হচ্ছে বিপিএল পঞ্চম আসরের জমজমাট লড়াই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হচ্ছে চিটাগাং ভাইকিংস ও তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় স্বাগতিক সিলেট সিক্সার্স খেলবে গতবারের রানারআপ রাজশাহী কিংসের বিপক্ষে।
প্রথম দুই ম্যাচ জিতে দারুণ শুরু করেছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। পয়েন্ট টেবিলের শীর্ষেও রয়েছে নাসির হোসেনের দল। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজকের ম্যাচের মধ্য দিয়ে এবারের মিশন শুরু করছে চিটাগাং ভাইকিংস। ঘরের ছেলে তামিম ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দেওয়ায় চিটাগাং ভাইকিংসকে এবার নেতৃত্ব দিবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।
আজকের দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।
সূত্র : ক্রিকবাজ
এমআর / এআর