স্টার্কের হ্যাটট্রিক
প্রকাশিত : ১১:১৩ এএম, ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
কিছু দিন পরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে এটা স্রেফ একটা সিরিজ নয়, তাদের কাছে অ্যাশেজ এক যুদ্ধ।
সিরিজ শুরুর আগের তাই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দু’দলের খেলোয়াড়রা। প্রস্তুতির অংশ হিসেবে ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলছেন অজি পেসার মিচেশ স্টার্ক। সোমবার শেফিল্ড শিল্ডের প্রথম শ্রেণির এক ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন বাঁহাতি এ পেসার।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে টানা তিন বলে তুলে নিয়েছেন জ্যাসন বেরেনডর্ফ, ডেভিড মুডি ও সিমোন ম্যাককিনের উইকেট। বেরেনডর্ফ ও ম্যাককিনকে স্টার্ক বোল্ড করেছেন। আর মুডি পড়েছেন এলবিডব্লিউর ফাঁদে।
মাত্র ৫ রান খরচে স্টার্ক নিয়েছেন মোট চারটি উইকেট। এদিকে তার বোলিং জুটির সঙ্গী জশ হ্যাজেলউড ৩টি উইকেট নিয়েছেন ২৪ রান খরচে। আরেক পেসার প্যাট কামিন্স নিয়েছেন দুটি উইকেট। আর অফস্পিনার নাথান লায়নের ঝুলিতে গেছে একটি উইকেট।
নিউ সাউথ ওয়েলসের পক্ষে ব্যাট হাতে ভালো নৈপুণ্য দেখিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথও। তৃতীয় দিনের খেলা শেষে তিনি অপরাজিত ছিলেন ৭৪ রান করে।
উল্লেখ্য যে, আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ।
সূত্র : ক্রিকইনফো
এমআর / এআর