আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকান্ড সড়িয়ে নিতে ৬ মাসের সময়
প্রকাশিত : ১১:৪০ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৫ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার
ঢাকা ও চট্টগ্রামে নগরের আবাসিক এলাকা থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকান্ড সড়িয়ে নিতে, ৬ মাসের সময় বেধে দিল স্থানীয় সরকার মন্ত্রণালয়
সচিবালয়ে, সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তবে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়,হাসপাতালের মত প্রতিষ্ঠানগুলো প্রকৃত সেবাধমী প্রতিষ্ঠান কিনা যাচাই-বাচাই করে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। যারা, বৈধ লাইসেন্সে নিয়েই ব্যবসা পরিচালনা করছেন, তাদেরও লাইসেন্স বাতিল করা হবে। এই সময়ের পর, উচ্ছেদ অভিযান সহ আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে, বলেই ঘোষিত সময়ের সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠান স্থানান্তরিত করার পরামর্শ দেয়া হয় সংবাদ সম্মেলনে।