সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশে বাধা
প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশে পুলিশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ এ পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সব গেইট তালাবদ্ধ করে দিয়েছে পুলিশ । একইসাথে সব গেইটে পুলিশ ও র্যাবের কড়া পাহারা বসানো হয়েছে। কেউ উদ্যানে যেতে চাইলে বিশৃঙ্খলা বা নাশকতার আশঙ্কায় তাকে আটকে দেওয়া হচ্ছে।
এদিকে অনুমতি না পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংসদের বাইরে থাকা দল বিএনপি। ৮ নভেম্বরের পরিবর্তে দলটি ১১ নভেম্বর সমাবেশ করবে বলে সাংবাদিকদের জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণায় ক্ষমতাসীন আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দেওয়ায় রাজনীতিতে আবারও উত্তাপ ছড়ায়। দেশের বড় দুটি রাজনৈতিক দলের পরষ্পর বিরোধী কর্মসূচিতে নাশকতা হতে পারে এমন আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে জনসাধারণের প্রবেশ, পুলিশের এক ঊর্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইটিভিকে বলেন।
এমজে/