এ এক অন্য সাইফ
প্রকাশিত : ১১:০৪ পিএম, ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
দক্ষিণ আফ্রিকা সফরে মিলার এক ওভারে নিয়েছিলেন ৩১ রান। যা সবচেয়ে খরুচে বোলিংয়ের তালিকায় তৃতীয় অবস্থানে আছে। ওই ওভারে বল করেছিলেন তরুণ বোলার মোহাম্মদ সাইফুদ্দিন।
ওই সাইফকে মনে রাখলে নির্ঘাত ভুল করবে দর্শকরা। বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে যে দেখা গেলো সম্পূর্ণ এক অন্য সাইফ।
৪ ওভার বল করে তুলে নিয়েছেন ৩ উইকেট। বিনিময়ে দিয়েছেন মাত্র ২৪ রান। তিনি যে কতোটা আগ্রাসী ছিলেন, তা বোঝা যাবে চিটিাগংয়ের খেলার অবস্থা দেখলে।
সাইফউদ্দিন যখন বোলিংয়ে আসেন, তখন ভাইকিংসের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৮০ রান। তিনি দুই ওবার বোলিং করে দেন ১১ রান। যদিও কোনো উইকেট পাননি।
কিন্তু নিজের তৃতীয় ওভার বল করে তুলে নেন ২ উইকেট। এরমধ্যে ৩৮ রান করা সৌম্যও ছিল।
১১ ওভারে ৯৭ রান থেকে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে ইনিংস শেষ করে তামিমবিহীন চিটাগং ভাইকিংস। স্কোর এতো কমে বেধে রাখার মূল কারিগর ওই সাইফুদ্দিন।
কুমিল্লার প্রথম জয়ের জন্য প্রাথমিক কাজ সেরে দেন তিনিই। এরপর ব্যাটে নেমে ১৭.২ ওভারে ১৪৩ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।
আরকে//