মিরসরাই ইকোনমিক জোনে ২৫০ একর জমি পাচ্ছে অনন্ত গ্রুপ
প্রকাশিত : ১১:১৭ পিএম, ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
দেশের সবচেয়ে বড় মিরসরাই ইকোনমিক জোনে শিল্প স্থাপনের জন্য অনন্ত গ্রুপকে ২৫০ একর জমি দিচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। আজ মঙ্গলবার (৭নভেম্বর) বেজা’র নতুন অফিসে এক চুক্তি সই হয়।
বেজার পক্ষে চুক্তি সই করেন বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ ও উন্নয়ন) মোঃ হারুনুর রশিদ এবং অনন্ত গ্রুপের পক্ষে চুক্তি সই করেন শরিফ জহির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী সদস্য ড. এম. এমদাদুল হক ।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরিফ জহির।
এ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন বিভাগের সমন্বয়ে ৪ লেন সংযোগ সড়ক, গ্যাস সংযোগ, পানি ও বিদ্যুৎ সরবরাহ, সুপার ডাইক বাঁধ নির্মাণ ইত্যাদি কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এম//আরকে