মাদার ট্যাংকার কিনতে সমোঝোতা চুক্তি স্বাক্ষর
প্রকাশিত : ১০:১২ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:১২ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার
অপরিশোধিত তেল চট্টগ্রাম বহিঃনোঙ্গর পর্যন্ত পরিবহনে দুটি মাদার ট্যাংকার কিনতে, চায়না পেট্রোলিয়াম টেকনোলজি এন্ড ডেভলাপমেন্ট কর্পোরেশনের সাথে সমোঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
সচিবালয়ে, এই এমওইউ স্বাক্ষর করা হয়। এক লাখ থেকে এক লাখ পচিশ হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংকার দুটির আগামী দুই বছরের মধ্যে দেশে এসে পৌছবে। জিটুজি পদ্ধতিতে, মাদার ট্যাংকার এর প্রতিটির ব্যায় হবে, ৫০ মিলিয়ন ইউএস ডলার। জাহাজ ভাড়ায় দীর্ঘ সময়ের স্থীতিশলিতা বজায় রাখতে অধিকতর নিরাপদ বলেই এই ট্যাংকার দুটি কেনা হচ্ছে বলেও সাংবাদিকদের জানান নৌমন্ত্রী শাহজাহান খান।