ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

নিজামীর রিভিউ আবেদনের শুনানী ১০ই এপ্রিল

প্রকাশিত : ০৬:১০ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১০ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের শুনানী সুপ্রিম কোর্টের ১০ ই এপ্রিলের কার্যতালিকায় এসেছে। এর আগে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে দ্রুত শুনানি চেয়ে এ আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের রায়ের রিভিউ চেয়ে আদালতে রিভিউ আবেদন করেন নিজামী। এই যুদ্ধাপরাধীর পক্ষে তার ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন আবেদনটি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেন। ৭০ পৃষ্ঠার আবেদনে নিজামীর পক্ষে ৪৬টি যুক্তি তুলে ধরে মৃত্যুদন্ড থেকে খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। এর আগে, ১৫ মার্চ নিজামীর আপিলের চূড়ান্ত রায় প্রকাশ করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ।