ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সিলেট সিক্সার্সের তিনে তিন

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৮ নভেম্বর ২০১৭ বুধবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখনো পরাজয়ের স্বাদ পায়নি নতুন ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্স। জয়টাকে যেন অভ্যাসে পরিণত করেছে দলটি। গতকাল ঘরের মাঠে গতবারের রানারআপ রাজশাহী কিংসকে ৩৩ রানে পরাজিত করেছে নাসির হোসেনের দল।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে সিলেট। আগের দুই ম্যাচের মত এ ম্যাচেও দলকে দুর্দান্ত সূচনা এসে দেন উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। ১০ ওভারে দু`জনে মিলে ১০১ রানের জুটি গড়েন। আন্দ্রে ফ্লেচার ৪৮ রানে আউট হয়ে ফিরে যাবার অল্প সময়ের মধ্যেই বিপিএলের এবারের আসরের টানা তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়ে উপুল থারাঙ্গাও (৫০) সাজঘরে ফেরেন। আরেক লঙ্কান গুনাতিলাকা ২২ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেললে ২০ ওভারে ২০৫ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা।

২০৬ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে আবুল হাসান ও ইংলিশ অলরাউন্ডার লিয়াম প্লাঙ্কিটের মারাত্বক বোলিংয়ে ১৭২ রানে থেমে যায় রাজশাহীর ইনিংস। কিংসের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন লুক রাইট। এছাড়া জেমস ফ্র্যাংলিন ৩৫ রান করেন। আবুল হাসান ও প্লাঙ্কিট দুজনেই ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন গুনাতিলাকা।

 

সূত্র : ক্রিকইনফো

/ এমআর / এআর