ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪,   কার্তিক ৩ ১৪৩১

অ্যাশেজ সিরিজ

ফিনের পরিবর্তে ইংল্যান্ড দলে কুরান

প্রকাশিত : ০২:০২ পিএম, ৮ নভেম্বর ২০১৭ বুধবার

ব্রিস্টলে নাইক্লাবের বাইরে মারামারির ঘটনায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞায় আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকসের জায়গায় বিচারকগণ দলে ডাক দিয়েছিলেন পেসার স্টিফেন ফিনকে। কিন্তু ইনজুরির কারণে অ্যাশেজ থেকে ছিটকে পড়েছেন ফিনও। তাই স্টিফেন ফিনের পরিবর্তে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন টম কুরান।

জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার প্রয়াত কেভিন কুরানের ছেলে টম ইংল্যান্ডের হয়ে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও টেস্ট খেলবেন এই প্রথম। চলতি ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভালো করার স্বীকৃতি হিসেবে অভিজ্ঞ দুই বোলার লিয়াম প্লানকেট ও মার্ক উডকে বাদ দিয়ে কুরানকে বেছে নিয়েছেন ইংলিশ নির্বাচকরা।

কুরান এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৫১টি। নিয়েছেন ১৭১ উইকেট। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেছেন পাঁচটি।

আগামী ২৩ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে অ্যাশেজ সিরিজ। সিরিজ শুরুর আগেই নানা ঝামেলায় ইংলিশরা। নাইটক্লাব-কাণ্ডে অলরাউন্ডার বেন স্টোকস ছিটকে পড়েছেন। আরেক অলরাউন্ডার মঈন আলীরও চোট শঙ্কা রয়েছে।

সূত্র : দ্য টেলিগ্রাফ

এমআর / এআর