২৮ পদে নিয়োগ দেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৮ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৪:২৩ পিএম, ৮ নভেম্বর ২০১৭ বুধবার
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল, ঢাকায় জনবল নিয়োগের লক্ষ্যে ২৮ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম
১) মেট্রোন
যোগ্যতা
৩ বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ইন নার্সিং অথবা ৪ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী। নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধন হতে হবে। বয়স: অনূর্ধ্ব ৫০ বছর।
বেতন : আলোচনা সাপেক্ষে।
২) নার্সিং সুপারভাইজার, মহিলা (OT, ICU, Floor)
যোগ্যতা
নার্সদের রোস্টার তৈরি ও পরিচালনার কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ইন নাসিং বা অনুরূপ কাজে ৩ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী। বয়স : অনূর্ধ্ব ৩৫ বছর।
বেতন
আলোচনা সাপেক্ষে
৩) হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার (পুরুষ)
যোগ্যতা
ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স : অনূর্ধ্ব ৩০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর গ্রহণযোগ্য হবে।
বেতন : ১৭,৯৭৫ টাকা
৪) সহকারী অফিসার (রিসিপশনিষ্ট)
যোগ্যতা
স্নাতক বা সমমান পাশ।
বয়স : অনুর্ধ্ব ৩০ বছর
বেতন : ১৬,১০০ টাকা
৫) সিনিয়র স্টাফ, নার্স(ICU)
যোগ্যতা
ICU তে ০১ বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী পাস। নাসিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে।
বয়স : অনূর্ধ্ব ৩০ বছর ।
বেতন : ১৬,১০০ টাকা
৬) সিনিয়র স্টাফ নার্স
যোগ্যতা
বিএসসি ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী পাস। নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। ( নিবন্ধন পরীক্ষায় পাস করে গেজেটভূক্ত হলেও আবেদন করা যাবে) ।
বয়স : অনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১৬,১০০
৭) সহকারী অফিসার (ক্যাশিয়ার)।
যোগ্যতা
বাণিজ্যে স্নাতক পাস। অভিজ্ঞদের অগ্রধিকার।
বয়স : অনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১৬,১০০ টাকা
৮) ফার্মাসিস্ট
যোগ্যতা
ডিপ্লোমা ইন ফার্সেসী পাস। মেডিসিন অর্ডার, পোস্টিং, ক্রায়-বিক্রয় ও ইনভেনটারীর কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : অনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১৬,১০০ টাকা
৯) মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)।
যোগ্যতা
ডিপ্লোমা ইন ল্যাবরেটরী মেডিসিন পাস। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : অনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১৬,১০০ টাকা
১০) অফিস সহকারী
যোগ্যতা
স্নাতক বা সমমান পাশ। অফিস, নথি ও রেকর্ড ব্যবস্থাপনার কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : অনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১৪,১০০ টাকা
১১) কম্পিউটার আপারেটর
যোগ্যতা
স্নাকত বা সমমান পাশ। ডায়াগনস্টিক ল্যাবরেটরীতে ল্যাব, অল্ট্রসনোগ্রাম, ইকো, এক্স-রে, এন্ডোস্কপি ও কলোনস্কপি রির্পোর্ট কম্পোজিং এর কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : অনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১৪,১০০ টাকা
১২)সহকারী স্টোর কিপার (পুরুষ)
যোগ্যতা
স্নাতক বা সমমান পাশ। মালামাল অর্ডার, পোস্টারিং, ইনভেনটারী, এমআরআর ও স্টক সংরক্ষণের কাজে ২ বছরের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: তনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১৪,১০০ টাকা
১৩) জুনিয়র ওয়ার্ড মাস্টার (পুরুষ)
যোগ্যতা
স্নাতক বা সমমান পাশ। ওয়ার্ড বয় বা ক্লিনারদের রোষ্টার তৈরী, হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করনের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকা।
বয়স : তনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১৪,১০০ টাকা
১৪) সেল্সম্যান্ (ড্রাগ)
যোগ্যতা
৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ফার্মেসী পাস।
বয়স: তনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১৪,১০০ টাকা
১৫) সহ: কেন্টিন্ ইনচার্জ (পুরুষ)
যোগ্যতা
স্নাতক বা সমমান পাস । সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকা ।
বয়স : তনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১৪,১০০ টাকা
১৬) জুনিয়র কাস্টমার সার্ভিস(পুরুষ)
যোগ্যতা
স্নাতক বা সমমান পাস। রোগী ইনডোর আউটডোরে আনা নেয়া, মালামালা পরিবহনসহ রোগী কেন্দ্রিক কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার।
বয়স : তনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১১২,৯০০ টাকা
১৭) ইলেকট্রিশিয়ান (পুরুষ)
যোগ্যতা
এসএসসি বা সমমানসহ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত ০১ বছর মেয়াদী ইলেকট্রিক্যাল বেসিক কোর্স সম্পন্ন। সাসস্টোশন, এয়ার কন্ডিশন, জেনারেটর ও ইলেক্ট্রনিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজে ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
বয়স : তনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১৪,১০০ টাকা
১৮) ড্রাইভার (পুরুষ)
যোগ্যতা
এসএসসি বা সমমান পাস। ভারী ও হালকা যানবাহনের ড্রাইভার হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা ও বৈধ লাইসেন্স থাকতে হবে।
বয়স : ১৮-৩০ বছর
বেতন : ১৪,১০০ টাকা
১৯) ইমিহি আপারেটর
যোগ্যতা
এসএসসি বা সমমান পাস। প্রতিষ্ঠিত হাসপাতালে ইসিজি করার কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : তনূর্ধ্ব ৩০ বছর
বেতন : ১২,৯০০ টাকা
২০) ম্যাসেঞ্জার (পুরুষ)
যোগ্যতা
এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮-৩০ বছর
বেতন : ১২,০৯০ টাকা
২১) এটেনডেন্ট
যোগ্যতা
এইচএসসি বা সমমান পাস । অভিজ্ঞদের অগ্রাধিকার।
বয়স : ১৮-৩০ বছর
বেতন : ১২,০৯০ টাকা
২২) প্লাম্বার (পুরুষ)
যোগ্যতা
এসএসসি বা সমমান পাস । সংশ্লিষ্ট কাজে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : ১৮-৩০ বছর
বেতন : ১২,০৯০ টাকা
২৩) সহকারী কুক (পুরুষ)
যোগ্যতা
এসএসসি বা সমমান পাস । সংশ্লিষ্ট কাজে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : ১৮-৩০ বছর
বেতন : ১১,৪৯০ টাকা
২৪) ক্যান্টন বয়
যোগ্যতা
এইচএসসি বা সমমান পাস । অভিজ্ঞদের অগ্রাধিকার।
বয়স : ১৮-৩০ বছর
বেতন : ১১,৪৯০ টাকা
২৫) ওয়ার্ড বয়
যোগ্যতা
এইচএসসি বা সমমান পাস । হাসপাতাল বা ক্লিনিকে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার।
বয়স : ১৮-৩০ বছর
বেতন : ১১,৪৯০ টাকা
২৬) সিকিউরিটি গার্ড (পুরুষ)
যোগ্যতা
এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ও আনসার ভিডিাপি প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রধিকার। উচ্চতা : কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি । বুকেম মাপ ৩২/৩৪।
বয়স : ১৮-৩০ বছর
বেতন : ১১,৪৯০ টাকা
২৭) ক্লিনার
যোগ্যতা
এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার।
বয়স : ১৮-৩০ বছর
বেতন : ১১,৪৯০ টাকা
২৮) ওয়াশিং বয়
যোগ্যতা
এসএসসি বা সমমান পাস । সংশ্লিষ্ট কাজে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : ১৮-৩০ বছর
বেতন : ১১,৪৯০ টাকা
আবেদনের নিয়ম :
আগ্রহী প্রার্থীদের প্রতিটি পদের বিপরীতে ২০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট্ করে ‘ইসলামী ব্যাংক ফাউন্ডেশন’ চলতি হিসাব নং-২০৫০২০৬০১০০২১১১০০, পল্টন শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:-এ (পল্টন শাখা ব্যতীত) জমা দিতে হবে। আবেদন করার সময় অনলাইনে ১৫ সংখ্যার advice নাম্বারও জমা দিতে হবে ।
বি. দ্র: প্রার্থীদেরকে (www.ibfbd.org./career) এ ওয়েবসাইটে প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে।
১ থেকে ১৬ নং পদের জন্য প্রার্থীদের ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার জানা আবশ্যক।
আবেদনের সময়:
আগ্রহী প্রার্থীরা ২৩ নভেম্বর , ২০১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।