ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

দেশের ‘কর বাহাদুর’ ৮৪ পরিবার

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ৮ নভেম্বর ২০১৭ বুধবার

দেশের ৬৪ জেলা থেকে ৮৪টি পরিবারকে ‘কর বাহাদুর’ হিসেবে সম্মানিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০১৬-১৭ অর্থবছরে জেলা ও জাতীয় পর্যায়ে সর্বোচ্চ কর পরিশোধের জন্য প্রথমবারের মতো এই সম্মাননা দেয়া হয়।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নির্মাণাধীন ভবনে এক অনুষ্ঠানে ‘কর বাহাদুর’দের সম্মাননাপত্র তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

এবারের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী করদাতাদের উৎসাহিত করতে ‘কর বাহাদুর পরিবার’ এর ঘোষণা দিয়েছিলেন। তিনি ওই সময় ঘোষণা দেন, দীর্ঘ সময় ধরে কোনো পরিবারের সব সদস্য কর দিলে সে পরিবার ‘কর বাহাদুর পরিবার’ হিসাবে স্বীকৃতি পাবে।

এবার সর্বোচ্চ কর পরিশোধকারী হিসেবে ঢাকা থেকে ১৬ পরিবারকে ‘কর বাহাদুর’র সম্মাননা দেওয়া হয়। আর চট্টগ্রাম থেকে এই সম্মাননা পেয়েছেন আটটি পরিবার।

আর/ডব্লিউএন