ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

৩য় দফা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে, ৪র্থ ও ৫ম দফা নির্বাচনের মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৯ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার

উৎসব মুখর পরিবেশে দেশের বিভিন্ন স্থানে তৃতীয় দফায় নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চতুর্থ ও পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মনোনয়পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তৃতীয় দফায় ২৩শে এপ্রিল ইউপি নির্বাচনে কুমিল্লা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জের ৩ উপজেলার ২৬টি ও  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। এদিকে মৌলভীবাজার ও রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন সব দলের প্রার্থীরা।   ফেনীর সদর ও ছাগলনাইয়ার ৯ ইউনিয়ন এবং গাজীপুরের কালিয়াকৈরে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা।