ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিন : জাতিসংঘকে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ৮ নভেম্বর ২০১৭ বুধবার

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাধ্যমে ইরান সৌদি আরবে হামলা চালাচ্ছে, এমন অভিযোগ তোলার দুদিন না যেতেই জাতিসংঘকে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে অবস্থানরত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি গত মঙ্গলবার এ আহ্বান জানান। তিনি বলেন, সম্প্রতি সৌদি আরবের মক্কা শহরের বিমানবন্দর টার্গেট করে হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রটি ইরানেই তৈরি হয়ে থাকতে পারে। সৌদি আরবের অভিযোগ সত্য হলে, জাতিসংঘকে অবশ্যই ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

ইরান ও সৌদি আরব পরষ্পরকে পাল্টা হুমকি দেওয়ার মধ্যেই নিক্কি হ্যালি এই প্রস্তাব করেন। সৌদির মিত্র যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন, তেহরানের মিলিটারি আগ্রাসন রুখতে অবশ্যই জাতিসংঘকে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, তেহরানের আগ্রাসন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট দুটি লঙ্ঘন। আমরা জাতিসংঘ এবং আন্তর্জাতিক বন্ধুদের বলবো, শিগগির ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

সুত্র: সিএনএন

এমজে/ডব্লিউএন