ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

সিলেটের ট্রেন চলাচল ১০ ঘন্টা পর স্বাভাবিক

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২৭ পিএম, ৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার

মৌলভীবাজারে ট্রেনের উপর গাছ পড়ে সারা দেশের সাথে সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকার ১০ ঘন্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ ১০ ঘন্টা পর গাছ সরিয়ে সংস্কার কাজ সারার পর সকাল ১০টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।  গেলো রাত সোয়া ১২টায় কালবৈশাখী ঝড় শুরু হলে মৌলভীবাজারের লাউয়াছড়া পাহাড়ে চলন্ত ট্রেনের উপর আছড়ে পড়ে কয়েকটি গাছ। একই সাথে লাইনের উপরও গাছ ভেঙ্গে পড়ে। এর কারনে সারারাত অবরুদ্ধ থাকতে হয় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেসের পাঁচশতাধিক যাত্রীকে। সিলেটের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে সারা দেশের রেল যোগাযোগ। ভেঙ্গে পড়া গাছ সকালে সরানো শেষ হলে স্বাভাবিক হয় রেল চলাচল।