শূন্য রানে ১০ উইকেট
প্রকাশিত : ১০:৩২ এএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১০:৪৪ এএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার
ভারতের জয়পুরে স্বর্গত ভারওয়ার সিং টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক ম্যাচে কোনো রান না দিয়েই ১০ উইকেট তুলে নিয়েছেন আকাশ নামের ১৫ বছর বয়সী এক কিশোর।
পার্ল একাডেমির বিপক্ষে আগে ব্যাট করে ১৫৬ রান করেছিল আকাশের দল দিশা ক্রিকেট একাডেমি। জবাবে ব্যাটিংয়ে নেমে দিশার পেসার আকাশের বোলিং-তোপে পার্ল গুটিয়ে যায় মাত্র ৩৬ রানে। নিজের প্রথম তিন ওভারে দুটি করে উইকেট নেন আকাশ। এরপর চতুর্থ ওভারে হ্যাটট্রিকসহ আরো ৪ উইকেট নেন। সব মিলিয়ে এ ম্যাচে আকাশের বোলিংয়ের ফিগার ছিলো ৪-৪-০-১০!
খুদে ক্রিকেটারটি অবশ্য সব কৃতিত্ব দিচ্ছে তার ভাগ্যকে, নিজের দিনে টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেট নেওয়া সম্ভব। কিন্তু ১০ উইকেট শিকার, সেটাও আবার কোনো রান না দিয়ে-এ জন্য অবশ্যই সৌভাগ্যের প্রয়োজন। সৃষ্টিকর্তাকে যতই ধন্যবাদ জানাই, সেটা কম হবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এমআর