প্রেক্ষাগৃহে আজ ‘খাসজমিন’
প্রকাশিত : ১০:৪২ এএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১০:৪৪ এএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার
প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে সরোয়ার হোসেনের ‘খাসজমিন’। প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। সিনেমাটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক ও বিপাশা কবির।
নতুন এ সিনেমা মুক্তি প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘আমি সিনেমাটিতে ভূমি কর্মকর্তা হিসেবে অভিনয় করেছি। চরিত্রের নাম রবি। ভূমিদস্যুদের হাত থেকে সরকারি জমি উদ্ধার করে ভূমিহীনদের পুনর্বাসন করাই আমার লক্ষ্য থাকে। ছবির গল্পটি সুন্দর। আশা করি, দর্শক পছন্দ করবেন।‘
সিনেমার কাহিনীতে একই গ্রামের মেয়ে বিপাশা, যাত্রাপালায় নাচে। ঘটনাক্রমে পরিচয় হয় সাইমন-বিপাশার। ভালোবাসার ছোঁয়ায় বদলে যায় বিপাশার জীবন।
সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘সবশেষ চিত্রনায়িকা হিসেবে আমার সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ সিনেমাটি মুক্তি পায়। ‘খাসজমিন’ সিনেমাতে আমার চরিত্রের নাম রুপা। এ সিনেমার গল্পটা জমিজমা নিয়ে। ভূমিদস্যুদের আধিপত্য ছাড়াও এ সিনেমাতে গরীব ভূমিহীন মানুষদের গল্প ফুটে উঠবে। সিনেমাতে আমার নায়ক হিসেবে অভিনয় করেছেন সাইমন সাদিক। আশা করি, সাইমনের সঙ্গে কাজ করা এ সিনেমাটি দর্শক বেশ উপভোগ করবেন।’
ছবির পরিচালক সরোয়ার হোসেন বলেন, ‘প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। আর সিনেমার গল্পটি মৌলিক। আমি চাই দর্শক সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসুক এবং সিনেমাটি নিয়ে সমালোচনা করুক। সিনেমাতে দেশপ্রেমের গল্পও খুঁজে পাবেন দর্শক।’
‘খাসজমিন’ সিনেমাতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, তানভিন তনু, রেবেকা প্রমুখ।
এসএ/