আসছে টেলর সুইফটের ‘রেপুটেশান’
প্রকাশিত : ০১:০৯ পিএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৪:০২ পিএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার

দীর্ঘ দিন ধরেই টেলর সুইফটের নতুন অ্যালবামের আশায় মুখিয়ে আছেন সুইফট ভক্তরা। তবে কোনভাবেই নতুন অ্যালবাম বের হচ্ছিল না তার। তবে এবার দর্শকদের হতাশ করেন নি টেলর সুইফট। খুব শিগগিরিই মুক্তি পেতে যাচ্ছে তার ‘রেপুটেশান’ নামের রোমাঞ্চকর অ্যালবামটি, এমনই খবর চাউর হয়েছে সংগীতাঙ্গনে।
সম্প্রতি তার ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচ্ছদের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ‘রেপুটেশান’ সুইফটের ৬ষ্ঠ অ্যালবাম বলে জানা গেছে। ‘লেট দ্য গেম বিগাইন’ গান দিয়ে শুরু হয়েছে অ্যালবামটির যাত্রা।
অ্যালবামটির ‘কল ইট হোয়াট ইউ ওয়ান্ট’ গানটিকে সুইফটের এ যাবতকালের সর্বশ্রেষ্ঠ গান বলা হচ্ছে । দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ গানের কথাগুলো হৃদয় উজাড় করা । এর আগে কখনো এমন গান গাননি।
সুত্র: ইন্ডিপেন্ডেন্ট
এমজে/