ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১০ ১৪৩১

প্লে-অফে সুইজারল্যান্ড ও ক্রোয়েশিয়ার জয়

প্রকাশিত : ০১:১২ পিএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:১৬ পিএম, ১১ নভেম্বর ২০১৭ শনিবার

রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফের প্রথম লেগে জয় পেয়েছে সুইজারল্যান্ড ও ক্রোয়েশিয়া। বিতর্কিত এক গোলে সুইজারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে নর্দান আয়ারল্যান্ডের। অপর ম্যাচে গ্রিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রোয়েশিয়া।

ঘরের মাঠে শুরু থেকেই সুইজারল্যান্ডের উপর প্রভাব বিস্তার করে খেলতে থাকলেও গোলের দেখা পায়নি নর্দান আয়ারল্যান্ড। সুইজারল্যান্ডও মাঝেমাঝে পাল্টা আক্রমণে গোলের সুযোগ সৃষ্টি করে। তবে প্রথমার্ধ্বে গোল পায়নি কোনো দলই। অবশেষে বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন রিকার্ডো রদ্রিগেজ। তবে গোলটি নিয়ে রয়েছে বিতর্ক। স্টোকসিটির তারকা শাকিরির ভলি ডি বক্সে আয়ারল্যান্ডের মিডফিল্ডার কোরি এভানসের কাঁধে লাগে। তবে পেনাল্টির বাঁশি বাজান রেফারি অভিদি হেটগান। আর বিতর্কিত এই স্পট কিক থেকে গোল করেন রিকার্ডো।

ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী সুইজারল্যান্ড। এই জয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার পথে এক ধাপ এগিয়ে গেল শাকিরিরা। আগামী রোববার নিজেদের মাঠ বাসেলে ফিরতি লেগে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড।

এদিকে দিনের অপর ম্যাচে গ্রিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে উঠার পথে অনেকটাই এগিয়ে গেছে ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথমার্ধ্বেই হয় মোট চার গোল। এর মধ্যে ক্রোয়েশিয়ার ৩ গোল, বাকি এক গোল গ্রিসের। ৪৯ মিনিটে গ্রিসের জালে আবারো বল পাঠায় ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন লোকা মদ্রিস, নিকোলা কালিনিক, ইভান পারিসিক ও ক্রেমারিক। গ্রিসের হয়ে একমাত্র গোলটি করেন সক্রেটিস।

 

সূত্র : গোলডটকম, লাইভস্কোর

এমআর