দুই কোটি রুপির মামলা খেলেন নওয়াজ
প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার
নওয়াজুদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে দুই কোটি রুপির মামলা করা হয়েছে। পাঠানো হয়েছে আইনি নোটিশ। এর আগেও তার নামে অভিযোগ দায়ের ছিল। মূলত বিতর্কটা তার আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’ কে ঘিরেই।
নওয়াজের আত্মজীবনীতে লিখা কিছু বিষয়ের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীতা রজোয়াড় ও নীহারিকা। তাদের অভিযোগ বই বিক্রির জন্যই নওয়াজ মিথ্যা তথ্য দিয়েছেন তার বইতে। তিনি নীহারিকা ও সুনীতার অসম্মান করেছেন।
এ বার সুনীতা নওয়াজ, বইটির প্রকাশনা সংস্থা ও এক সাংবাদিককে যিনি বইটি লিখতে নওয়াজকে সহযোগিতা করেছিলেন তাদের বিরুদ্ধে আইনি চিঠি পাঠিয়েছেন।
সুনীতা রজোয়াড় জানান, খুব মানসিক ট্রমার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে নওয়াজকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। দুই কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। যা চ্যারিটির কাজে ব্যবহার করা হবে। যদিও নওয়াজ উদ্দিন বাজার থেকে তার সমস্ত বই তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
এসি/ডব্লিউএন