মা হলেন অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা
প্রকাশিত : ০৬:২১ পিএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:০৮ পিএম, ১১ নভেম্বর ২০১৭ শনিবার

মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা মা হয়েছেন। প্রথম সন্তানের মা হয়ে বেশ খুশি তিনি। গত ৮ নভেম্বর সন্ধ্যায় মালয়েশিয়ার সুবাঙ জয়া মেডিকেল সেন্টারে এ নবজাতকের জন্ম হয়। তার নাম রাখা হয়েছে সারহান আবিয়ান খান শুদ্ধ।
মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে শ্রাবণ্য ফেসবুকে ‘কুয়াশায় রৌদ্দুর’ শিরোনামে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘অনুভব করছি নতুন প্রাণ। গাছে গাছে নতুন পাতার আগমনে আনমনা হয়ে ভাবছি, ২০১৭ সাল আমার জন্য অনেক আবেগের। এই সালে এসেই বুঝতে পারলাম আমার রৌদ্রছায়ার খেলায় নতুন এক প্রাণের উৎস। সে একান্তই আমার।’
এমন খুশির খবর দেওয়ার পর শ্রাবণ্য গণমাধ্যমকে জানালেন, গত জুলাই থেকে ইউনিভার্সিটি অব মালেতে ইমার্জেন্সি মেডিসিন বিষয়ে এক বছরের ফেলোশিপ করতে গেছেন। এগুলো শেষ হলে ছেলেকে নিয়ে ঢাকায় ফিরবেন তিনি। পেশাদার চিকিৎসক হিসেবেও সুনাম আছে তার।
২০১৪ সালে ভালোবেসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাব্বির খানের সঙ্গে ঘর বাঁধেন শ্রাবণ্য। পারিবারিকভাবে হয় তাদের বিয়ে। সাব্বির মালয়েশিয়ায় আছেন পাঁচ বছর ধরে। ইনসাইট অব হিলটির হেড অব বিজনেস ইন্টেলিজেন্স পদে কর্মরত তিনি।
এসএ/ডব্লিউএন