ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

কৈশোরে খুনী ছিলেন দুতার্তে

প্রকাশিত : ১১:০৩ পিএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:১২ পিএম, ১১ নভেম্বর ২০১৭ শনিবার

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ১৬ বছর বয়সে একজনকে ছুরি চালিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন। ভিয়েতনামের ডা নাং নগরীতে একদল প্রবাসী ফিলিপিনো নাগরিকের সঙ্গে কথা বলার সময় এই তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট দুতার্তে অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেখানে গেছেন। সেখানে ফিলিপিনোদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেন, "ষোল বছর বয়সে আমি একজনকে খুন করি। তার চাহনি পছন্দ না হওয়ায় আমি তাকে ছুরি মারি।"

প্রেসিডেন্ট দুতার্তের একজন মুখপাত্র এ দাবিকে  নিছক রসিকতা বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট আসলে মজা করছিলেন।

রদ্রিগো দুতার্তে ডাভাও নগরীর মেয়র থাকা অবস্থায় সন্দেহভাজন কয়েকজন অপরাধীকে হত্যা করেছিলেন বলে দাবী করেন।   

প্রেসিডেন্ট দুতার্তে এখন তাঁর দেশে মাদক পাচারকারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। এই অভিযানে  শত শত মানুষকে বিনা বিচারে হত্যা করা হচ্ছে।

২০১৫ সালেও ফিলিপাইনের এক ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে রদ্রিগো দুতার্তে বলেছিলেন যখন তার বয়স ১৭ তিনি সম্ভবত কাউকে ছুরি মেরে হত্যা করেন। এবার তিনি সেই ঘটনার কথাই উল্লেখ করছিলেন কিনা তা স্পষ্ট নয়। সূত্র: বিবিসি

এম/ডব্লিউএন