চুয়াডাঙ্গায় সরকারি ভবন নির্মানে রডের পরিবর্তে বাঁশের চিলতে ব্যবহার
প্রকাশিত : ১০:২৭ এএম, ৮ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:২৯ পিএম, ৮ এপ্রিল ২০১৬ শুক্রবার
চুয়াডাঙ্গায় রডের পরিবর্তে নির্মাণ সামগ্রী হিসেবে বাঁশের চিলতে ব্যবহার করে সরকারি ভবন বানাচ্ছেন দুর্নীতিবাজ প্রকৌশলীরা। ভবিষ্যৎ সুরক্ষার কথা না ভেবে রাতের আঁধারে এই ভয়ানক যজ্ঞ চালাচ্ছেন তারা। হঠাৎ স্থানীয় লোকজন টের পেয়ে গেলে, ঘটনা জানাজানি হয়ে যায়। পরে নির্মাণ কাজ বন্ধ করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন।
নির্মাণের আগেই সীমানা দেয়াল দিয়ে রীতিমতো ঢেকে দেয়া হয় চুয়াডাঙ্গার এই সরকারি ভবনটি। স্থানীয়রা জানান, বেশির ভাগ সময় রাতের আঁধারেই নির্মাণ কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জয় কনস্ট্রাকশন’। বারবার নির্মাণকাজের স্বচ্ছতা দেখার চেষ্টা করলেও, ঠিকাদাররা বাধা দেন। বুধবার বিকেলে নির্মাণ শ্রমিকদের অগোচরে স্থানীয়রা লুকিয়ে ভবনে ঢুকে চমকে ওঠেন। তারা দেখেন, দ্বিতল ভবনের পিলারগুলোতে রডের বদলে দেয়া হয়েছে বাঁশের চিলতে। পাঁচিলগুলো নির্মাণ করা হয়েছে পুরোনো ইট দিয়ে।
খবর পেয়ে ছুটে যান দর্শনা উদ্ভিদ সঙ্গনিরোধ অফিসের কর্মকর্তারা। তাদের কাছেও মনে হয়েছে, অনিয়ম করা হয়েছে ভবন নির্মাণে। তাই নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন।
এদিকে, অভিযোগ স্বীকার করতে নারাজ নির্মাণ প্রকৌশলী ও ম্যানেজার।
চুয়াডাঙ্গার দর্শনাসহ আশপাশের এলাকার কৃষিপণ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য দর্শনা পৌরভবনের পেছনে অধিগ্রহণ করা জমিতে ২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে গত বছরের ১লা ডিসেম্বর দর্শনা উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র ভবনটির নির্মাণ কাজ শুরু হয়।