ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মাত্র ৪৮ সেকেন্ডে রোগী দেখেন দেশের ডাক্তাররা

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১১ নভেম্বর ২০১৭ শনিবার

মাত্র ৪৮ সেকেন্ড সময় নিয়ে একজন রোগী দেখে থাকেন দেশের চিকিৎসকরা, আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। ৬৭টি দেশের  ২ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ডাক্তারি সেবার উপর পরিচালিত জরিপে এ চিত্র উঠে আসে।

১১১ টি প্রকাশনার মাধ্যমে ১৭৯টি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয় আন্তর্জাতিক মেডিকেল সেবা সংক্রান্ত জার্নাল বিএমজেতে। গবেষণা প্রতিবেদনে দেখা যায়, সুইডেনের ডাক্তাররা যেখানে প্রতিটি রোগীর পেছনে ২২.৫ মিনিট সময় ব্যয় করেন, সেখানে বাংলাদেশের ডাক্তাররা মাত্র ৪৮ সেকেন্ড সময় ব্যয় করেন।

স্বনামধন্য মেডিকেল জার্নাল বিএমজেতে গবেষণা প্রতিবেদটি প্রকাশিত হয়। প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক ডাক্তারদের কাছ থেকে মাত্র ৫ মিনিটেরও কম সময় পেয়ে থাকেন। এছাড়া ঐ দেশগুলোতে চিকিৎসা ব্যয়ও তুলনামূলক অনেক বেশি বলে জানিয়েছে প্রতিবেদনটি।

গবেষণা প্রতিবেদনে আশঙ্কা করা হয়, বিশ্বের জনসংখ্যা খুব বড় একটি অংশ এক মিনিটেরও কম সময় পেয়ে থাকেন ডাক্তারদের কাছে। এধরণের সময় স্বল্পতার কারণে ডাক্তাররা মানসিক চাপের মধ্যে থাকেন। ফলে রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে এর মারাত্মক প্রভাব পড়ে।

গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ১৫টি দেশের ডাক্তাররা রোগী দেখার ক্ষেত্রে ৫ মিনিটেরও কম সময় দিয়ে থাকে। ২৫টি দেশের ডাক্তাররা ৫-৯.৯ মিনিট, ১১ টি দেশের ডাক্তাররা ১০-১৪.৯ মিনিট, ১৩ টি দেশ ১৫-১৯.৯ মিনিট সময় দিয়ে থাকে। তিনটি দেশের ডাক্তাররা তার রোগীদের ২০ মিনিট বা তারও বেশি সময় দিয়ে থাকে।

গবেষণা প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাজ্যে রোগীদের ক্ষেত্রে সময় দেওয়ার ক্ষেত্রে ডাক্তাররা সবচেয়ে বেশি আন্তরিক। দিনকে দিন তাদের সময় দেওয়ার হার বছরে ৪.২ সেকেন্ড করে বাড়ছে বলেও জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান ও চীনে স্বাস্থ্যসেবা নেওয়ার কোনো অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু নেই । ফলে, ডাক্তারগণ প্রতিদিন ৯০ জন বা তারও বেশি রোগী দেখে থাকেন। শুধু তাই নয়, পুনরায় সেবা দেওয়ার ক্ষেত্রেও তারা যথেষ্ট পরিমাণ টাকা  আদায় করেন।

সুত্র: ইউএনবি

এমজে/ডব্লিউএন