প্রীতি ম্যাচে ফ্রান্স ও পর্তুগালের জয়
প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১১ নভেম্বর ২০১৭ শনিবার
আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ওয়েলসকে ২-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। অপর ম্যাচে সৌদি আরবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রোনালদোহীন পর্তুগাল।
প্যারিসে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে ফ্রান্স। ম্যাচের ১৮ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা গ্রিজমান। টোলিসোর পাসে দুর্দান্ত শটে গোল করেন এই তারকা। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনাল তারকা জিরুদ।
ম্যাচের বাকি সময় আর গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিশামের ছাত্ররা।
এদিকে দিনের অপর প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামে পর্তুগাল। তবে জয় পেতে সমস্যা হয়নি বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের। সৌদি আরবকে ৩-০ গোলে হারিয়েছে তারা। নিজেদের মাঠে ম্যাচের ৩২ মিনিটে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার ম্যানুয়েল ফার্নান্দেজ। ৫২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন গঞ্জালো গেদেজ। ম্যাচের শেষ মুহুর্তে তৃতীয় গোলটি করেন জো মারিও।
জার্মানি ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
সূত্র : লাইভস্কোর
এমআর/ডব্লিউএন