মমিনুলের ব্যাটে রাজশাহীর প্রথম জয়
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১১ নভেম্বর ২০১৭ শনিবার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস। সিলেট পর্বে কোনো জয় না পেলেও মাশরাফির রংপুর রাইডার্সের বিপক্ষে মমিনুল হক এবং লিন্ডল সিমন্সের ব্যাটিংয়ে অনায়াসেই জয় পেয়েছে কিংস।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি মুর্তজা। টসে জিতে ব্যাটিং করতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। এরপর প্রতিরোধ গড়েন শাহরিয়ার নাফিস ও রবি বোপারা। নাসির ২৩ রানে ফিরে গেলেও ৫৪ রানে অপরাজিত থাকেন বোপারা। ২০ ওভার শেষে ১৩৪ রানের সম্মানজনক স্কোর পায় রংপুর।
১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজশাহীকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার লিন্ডেল সিমন্স ও মমিনুল হক। উদ্বোধনী জুটিতে ১২২ রান তোলেন দু’জন। সিমন্স ৫৩ রানে আউট হয়ে গেলেও ৬৩ রানে অপরাজিত থাকেন মমিনুল। ২০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। ম্যাচসেরা হয়েছেন মমিনুল হক।
সূত্র : ক্রিকইনফো
এমআর/ডব্লিউএন