ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডসে নিয়োগ

প্রকাশিত : ১০:০১ পিএম, ১১ নভেম্বর ২০১৭ শনিবার

বাংলাদেশ প্রাণিসম্পদ শিল্পে সুপ্রতিষ্ঠিত ও দ্রুত বর্ধনশীল এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেড কোম্পানিতে ৭ পদে ৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে।  

পদের নাম ও পদসংখ্যা

১) প্রোজেক্ট কো-অর্ডিনেটর-১ টি।

যোগ্যতা

যে কোনো বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে ডিভিএম বা এনিম্যাল হাজবেন্টরি স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

২) এজিএম-০৪ টি।

যোগ্যতা

স্নাতক বা স্নাতকোত্তর (ডিভিএম বা এনিম্যাল হাজবেন্ডরি স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে)।

পোল্ট্রি ফিড বা ফিড এডিটিভস্ বা মেডিসিন  ও একোয়া কালচার প্রোডাক্টস্ বাজারজাত করার কজে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩) ম্যানেজার (সেলস্ এন্ড মার্কেটিং)-১০টি।

যোগ্যতা

স্নাতক বা স্নাতকোত্তর (ডিভিএম বা এনিম্যাল হাজবেন্ডরি স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে)।

পোল্ট্রি ফিড বা ফিড এডিটিভস্ বা মেডিসিন ও একোয়া কালচার প্রোডাক্টস্ বাজারজাত করার কজে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪) রিজিওনাল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং)-১০ জন।

যোগ্যতা

স্নাতক বা স্নাতকোত্তর (ডিভিএম বা এনিম্যাল হাজবেন্টরি স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে)।

পোল্ট্রি ফিড বা ফিড এডিটিভস্ বা মেডিসিন ও একোয়া কালচার প্রোডাক্টস্ বাজারজাত করার কজে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫) এক্সিকিউটিভ (সেলস্ এন্ড মার্কেটিং)-১০টি।

যোগ্যতা

যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে।

৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬) মার্কেটিং অফিসার-১০টি।

যোগ্যতা

যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে।

২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭) একাউন্টস অফিসার-০২ টি।

মাস্টার্স ইন একাউন্টিং বা ফিনান্স বা এমবিএ (মেজন ইন ফিনান্স)।

১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

আবেদনকারীকে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও জাতীয়ন পরিচয় পত্রের সত্যায়িত কপিসহ যোগাযোগের ঠিকানা ও ফোন নাম্বার উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

ব্যবস্থাপনা পরিচালক, এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস লি: বাড়ি নং-১২, রোড নং-২৫, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০।

আবেদনের শেষ সময়

২৫ নভেম্বর, ২০১৭।

এম/ডব্লিউএন