ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৩ ১৪৩১

ইরাকে গণকবরের সন্ধান: চারশ’ লাশ উদ্ধার

প্রকাশিত : ১১:০১ এএম, ১২ নভেম্বর ২০১৭ রবিবার

ইরাকের হাইউজা শহরে একটি গণকবর থেকে অন্তত ৪০০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতমাসে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে অঞ্চলটি দখলমুক্ত করেন ইরাকি বাহিনী।

ইরাকের কিরকুক প্রদেশের গভর্ণর রাখাইন সাঈদ ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন। সাঈদ বলেন, হাইউজা শহরের একটি বিমান ঘাঁটিতে লাশগুলো পাওয়া গেছে। সেটিকে আইএস মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতো।

তিনি আরও জানান, এই মৃত্যুকূপে পাওয়া লাশগুলোর বেশিরভাগই বেসামরিক নাগরিক। তবে অনেকের পরণে একই ধরণের জামা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মৃত্যুর পূর্বে আইএস তাদেরকে এই জামা পড়তো।

জেনারেল মর্টাডা আল লুআইবি বলেন, স্থানীয়দের কাছে খবর পাওয়ার পর ঘাঁটিটি উদ্ধার করে ইরাকি বাহিনী। সম্প্রতি অসংখ্য গণকবরের আবিষ্কার করে তারা। গত বছর মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস তাদের এক জরিপে দাবি করে, ইরাকের বিভিন্ন এলাকায় কমপক্ষে ৭২টি গণকবর রয়েছে। সেখানে কমপক্ষে ৫ হাজার ২০০ থেকে ১৫ হাজার পর্যন্ত মৃতদেহ থাকতে পারে বলে বলছে গণমাধ্যমটি।

সূত্র: বিবিসি

এমজে / এআর