সাকিবের নতুন মাইলফলক
প্রকাশিত : ১১:২৫ এএম, ১২ নভেম্বর ২০১৭ রবিবার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে ঢাকা পর্বের প্রথম দিনই সিলেটের বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। এ ম্যাচেই ব্যাট হাতে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট অধিনায়ক নাসির হোসেনকে বাউন্ডারি মেরে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে এক হাজার রান পূর্ণ করলেন সাকিব। এর আগে মুশফিকুর রহিম (১১৯৪), মাহমুদউল্লাহ রিয়াদ (১১১৯) ও তামিম ইকবাল (১০২৬) এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
তবে বিপিএলের একটি জায়গায় সাকিব অনন্য। হাজার রান ও ৫০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার ঢাকা ডায়নামাইটসের এই অধিনায়ক।
/ এমআর / এআর