নাইজেরিয়ার বিপক্ষে নেই মেসি
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১২ নভেম্বর ২০১৭ রবিবার
নাইজেরিয়ার বিপক্ষে মঙ্গলবারের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছেনা আর্জেন্টিনা। রাশিয়ায় স্বাগতিক রাশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি ম্যাচই খেলার কথা থাকলেও নাইজেরিয়ার বিপক্ষে খেলা হচ্ছেনা মেসির।
গতকাল রাশিয়ার বিপক্ষে নব্বই মিনিটই খেলেছেন পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার। সে ম্যাচে সার্জিও অ্যাগুয়েরোর গোলে ১-০ গোলে জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয় যে, মেসি কোনো ইনজুরির কবলে পড়েননি। লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে। মেসি মস্কো থেকে স্পেনে ফিরে যাচ্ছেন বলেও বিবৃতিতে জানানো হয়।
সূত্র : গোলডটকম
এমআর/ডব্লিউএন