ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

ভক্তদের সামনে শাহরুখকে অপমান

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ১২ নভেম্বর ২০১৭ রবিবার

ভক্তদের সামনেই বলিউড কিং শাহরুখ খানকে অপমান করা হয়েছে। ঐ সময় কিং খান পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। আর সামনে ছিল অসংখ্যা ভক্ত। তারই মাঝে ঘটলো এমন কাণ্ড।

 ২ নভেম্বর দিনটি শাহরুখ ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ দিনটি হলো কিং খানের জন্ম দিন। আর শাহরুখের জন্ম দিন মানে বিশাল ব্যাপার। তাই জন্মদিন পালন করতে শাহরুখ খান গিয়ে ছিলেন মহারাষ্ট্রের আলিবাগে।  

কিন্তু সেখানেই মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক জয়ন্ত পাটিলের সঙ্গে তার ঝামেলা বাধে। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও এখন ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খানের উপর রীতিমতো চিৎকার করছেন তিনি।

শাহরুখ খানের আসতে দেরি হওয়া রেগে গিয়ে তার ইয়টের কাছে গিয়ে চিৎকার করে বলতে থাকেন ‘আপনি সুপারস্টার হতে পারেন। কিন্তু আলিবাগের মালিক নন। এখানে আমার অনুমতি ছাড়া আসতে পারতেন না।’  

এসি/ডব্লিউএন