ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বিপিএল-২০১৭

কুমিল্লার কাছে বিধ্বস্ত রাজশাহী

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৩ নভেম্বর ২০১৭ সোমবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে ঢাকা পর্বের ম্যাচে জয় পেয়েছে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল রাজশাহী কিংসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আর এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী। কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১১৫ রানেই আটকে যায় রাজশাহী কিংসের ইনিংস। ওপেনার লেন্ডেল সিমন্স ২৩ বলে ৪০ রান করলেও ৬৯ রানের ৬ উইকেট হারায় মুশফিকুর রহিমের দল।

শেষ দিকে ফরহাদ রেজার অপরাজিত ২৫ রানে সৌজন্যে ২০ ওভারে ১১৫ রান তুলতে পারে গতবারের রানার্সআপরা। কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবী মাত্র ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।

১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে লিটন কুমার দাসের (২৩) উইকেটটি হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ‍কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জশ বাটলার করে ৫০ ও ইমরুল কায়েস ৪৪ রানে অপরাজিত থাকেন।।

এছাড়া দিনের প্রথম ম্যাচে পেসার আবু জায়েদের মারাত্মক বোলিংয়ে চিটাগং ভাইকিংসকে ১৮ রানে হারিয়েছে খুলনা টাইটান্স।

সূত্র : ক্রিকইনফো

এমআর / এআর