ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

৬২ বছরে বাবা হচ্ছেন মি. বিন!

প্রকাশিত : ১১:০৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০২:২৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

বর্ষীয়ান অভিনেতা ও কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসনকে ‘মিস্টার বিন’ হিসেবেই সবাই চেনেন। তার বয়স এখন ৬২ বছর। কিন্তু মজার খবর হচ্ছে, এ বয়সে তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন তিনি।

জানা গেছে, এ বৃটিশ অভিনেতার ২৯ বছর বয়সী প্রেমিকা লুইস ফোর্ড কয়েক সপ্তাহের মধ্যেই মা হতে যাচ্ছেন। গতকাল রোববার গর্ভবতী লুইস ফোর্ডের ছবি প্রথম সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর এ অভিনেতার বাবা হওয়ার খবর সামনে চলে আসে।

২০১৪ সালে প্রথম স্ত্রী সুনেত্রা শাস্ত্রীর (৫৫) সঙ্গে ‘মিস্টার বিনে’র বিয়ে বিচ্ছেদ ঘটে। এ দম্পতির দুই সন্তান রয়েছে। সুনেত্রা শাস্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর লুইস ফোর্ডের প্রেমে জড়িয়ে পড়েন ‘মিস্টার বিন’। এরপর থেকে তারা উত্তর লন্ডনে ৪৬ লাখ পাউন্ড ব্যয়ে নির্মিত কটেজে একসঙ্গে থাকছেন। এখনো বিয়ে না হলেও তাদের ভালোবাসায় কোনো কমতি নেই।

ডব্লিউএন