আলাবামার প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
হলিউডের যৌন হয়রানি কাণ্ডে তোলপাড় সারা বিশ্ব। এবার এই যৌন হয়রানির অভিযোগ উঠলো সাবেক এক প্রধান বিচারপতির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের আলাবামা সুপ্রিমকোর্টের সাবেক প্রধান বিচারপতি এবং মার্কিন সিনেট প্রার্থী রয় মুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন বেভারলি ইয়ং নেলসন। বিভারলি নেলসন বলেন, আজ থেকে ৪০ বছর আগে আমার বয়স যখন ১৬ তখন আমি মুরের যৌন হয়রানির শিকার হয়েছিলাম। তিনি আমায় জোরাজুরি করেছিলেন।
তিনি আরো বলেন, আমি মুরকে থামাতে চেষ্টা করেছি। তার কাছ থেকে বাঁচার জন্য গাড়ির দরজা বন্ধ করে দিই।
৭০ বছর বয়সী মুর অবশ্য এসব অভিযোগ অস্বীকার করা।
এ বিষয়ে দ্য ন্যাশনাল রিপাবলিকান সিনেটরিয়াল কমিটির চেয়ারম্যন কোরি গার্ডনার সোমবার জানান, তিনি অভিযোগকারীর কথা বিশ্বাস করেন। আলবামা সুপ্রিমকোর্টের সাবেক এ প্রধান বিচারক (মুর) যদি জয়লাভ করেন তবে তাকে বহিষ্কার করা উচিত বলেও মনে করেন গার্ডনার।
সূত্র : বিবিসি
/ এমআর / এআর