ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রিও অলিম্পিকে সাঁতার প্রতিযোগীতার জন্য অ্যাকুয়াটিক সেন্টার উদ্বোধন

প্রকাশিত : ০১:১৮ পিএম, ৯ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০১:১৮ পিএম, ৯ এপ্রিল ২০১৬ শনিবার

ব্রাজিলে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিকে সাঁতার প্রতিযোগীতার জন্য অত্যাধুনিক অ্যাকুয়াটিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ এই ভেন্যুর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি বলেন, অলিম্পিক গেমসের মত বড় ইভেন্ট আয়োজনের সামর্থ রয়েছে ব্রাজিলে । পাশাপাশি দেশকে এগিয়ে নিতেও সমানভাবে আত্মবিশ্বাসী ব্রাজিলিয়ানরা। এই সময় তাঁর বিরুদ্ধে আনা অর্থ কেলেংকারীর বিষয়টি কঠোরভাবে প্রত্যাখান করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এই বছর ৫ থেকে ২১ আগষ্ট পর্যন্ত ব্রাজিলের রিওডি জেনিইরো শহরে অনুষ্ঠিত হবে এবারের সামার অলিম্পিক।