ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

পালাতে গিয়ে গুলিবিদ্ধ উত্তর কোরিয় সেনা

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

নিজ দেশ থেকে পালাতে গিয়ে এক  উত্তর কোরিয় সেনা গুলিবিদ্ধ হয়েছেন।নাগরিকদের আটকাতে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় কড়া পাহাড়ার মধ্যে সে পালাতে চেয়েছিল বলে জানা যায় ।এসময় তাকে উত্তর কোরিয় সেনাবাহিনী ৪০টিরও বেশি গুলি করে বলে দাবি করে দক্ষিণ কোরিয়া।

তার শরীর থেকে ৫টি গুলি উদ্ধার করা হযেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাকর্মকর্তারা। ঐ সৈন্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।দক্ষিণ কোরিয়ার এক ঊর্ধতন সেনা কর্মকর্তা দাবি করেন, তাকে একটি গাছের নিচ থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে ।

উল্লেখ্য, প্রতিবছর ১ হাজার উত্তর কোরিয়ান নাগরিক দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়ে থাকেন।তবে খুব কম সংখ্যক লোকজন এই এলাকা দিয়ে সীমানা পাড়ি দিতে পারে।এই এলাকায় দুদেশের সেনা সদস্যরা পরস্পর মুখোমুখি থাকে।১৯৫৩ সালে তাদের মধ্যে যুদ্ধ শেষ হলেও, বর্তমানে তাদের মধ্যে শীতল যুদ্ধ চলছে।