টানা তিন ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে উঠে এলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:২৮ এএম, ১৫ নভেম্বর ২০১৭ বুধবার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো তামিম ইকবাল-ইমরুল কায়েসের দল। সিলেট সিক্সার্সের বিপক্ষে প্রথম ম্যাচটা হারলেও জয়ের ধারায় ফিরতে সময় নেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে দলটি। প্রথমে ব্যাটিং করতে নেমে চার উইকেটে ১৩৯ রান সংগ্রহ করেছিল চিটাগং। ১৩৯ রানের জবাবে ছয় উইকেট ও ১১ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।
খেলার শুরুতেই তামিম ইকবালকে হারায় কুমিল্লা। এরপর লিটন দাস ও ইমরুল কায়েসের ব্যাটে লড়াইয়ে ফেরে দলটি। দলীয় ১১৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ইমরুল ফিরে যান। ৩৬ বলে ৪৫ রান করেন তিনি। এরপর দলীয় ১৩৪ রানে আউট হন বাটলার। ৩১ বলে ৪৪ রান করেন বাটলার। মারলন স্যামুয়েলস ও মোহাম্মদ নবী মিলে বাকি পথ পাড়ি দিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। চিটাগংয়ের দিলশান মুনাবিরা ও সানজামুল নেন দুটি করে উইকেট।
এ ম্যাচ জয়ের ফলে ৪ ম্যাচে ৩ জয় থেকে কুমিল্লার পয়েন্ট হলো ৬। আর ৫ ম্যাচ খেলে ৩ জয়ে সমান পয়েন্ট রয়েছে ঢাকারও।
আর