ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বিপিএল-২০১৭

আজ মাঠে নামছে যারা

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৫ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৫১ পিএম, ১৫ নভেম্বর ২০১৭ বুধবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক ঢাকার প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। আর দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

চার ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিন চিটাগং ভাইকিংসের অবস্থা ঠিক বিপরীত। চার ম্যাচ খেলে ৩টিতেই হেরেছে মিসবাহ-উল-হকের ভাইকিংস।

এদিকে দুপুর ১টার ম্যাচে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স ও নাসির হোসেনের সিলেট সিক্সার্স। প্রথম তিন ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচে হেরেছে সিলেট। আর চার ম্যাচে দুইটিতে জয় আর দুইটিতে হেরেছে খুলনা টাইটান্স।

সূত্র : ক্রিকইনফো

এমআর