লেকহেড স্কুল রোববার পর্যন্ত বন্ধের নির্দেশ
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ১৫ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৫৫ এএম, ১৬ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার
জঙ্গি কার্য্ক্রমে মদদ দেওয়ার অভিযোগে বন্ধ থাকা রাজধানীর লেকহেড স্কুল খুলে দিতে হাইকোর্টের দেওয়া রায় আগামী রোববার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
বুধবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান এ আদেশ দেন। একই সাথে আবেদনটি পূর্ণ শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মাহবুবে আলম বলেন, চেম্বার বিচারপতি মাহমুদ হাসান শুনানি শেষে হাইকোর্টের রায়টি আগামি রোববার পর্য্ন্ত স্থগিত রাখার নির্দেশ দেন।
জানা যায়, বুধবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মুহম্মদ দস্তগীর হোসেন ও মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ স্কুলটি ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার আদেশ দেন। এর আগে জঙ্গি পৃষ্ঠপূষকতার অভিযোগে স্কুলটি বন্ধ করে দেয় সরকার। পরে স্কুলের মালিক ও ১২ অভিভাবকের করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।
এমজে/