দ্য ভিঞ্চির চিত্রকর্ম ৪৫০ মিলিয়ন ডলারে বিক্রি
প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৬ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৩ এএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
বিশ্বখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম রেকর্ডমূল্যে বিক্রি হয়েছে। চিত্রকর্মটির নাম সালভাটর মুন্দি । এর অর্থ বিশ্বের ত্রাণকর্তা। এটি ৪৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
এ যাবতৎকালের এটিই সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়া কোনো চিত্রকর্ম। চিত্রকর্মটি ১৫০৫ খ্রিষ্টাব্দে লিওনার্দো দ্য ভিঞ্চি এঁকেছিল বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২০ মিনিট ধরে চলা নিলামে সর্বশেষ ৪৫০.৩ মিলিয়ন ডলারে চিত্রকর্মটি কিনে নিয়েছেন এক ব্যক্তি। তিনি মোবাইল ফোনে নিলামে অংশ নেন। তার পরিচয় এখনো জানা যায়নি।
চিত্রকর্মটিতে দেখা যায়, একজন চার্চ তার একহাত উপরের দিকে তুলে আছেন এবং অন্যহাতে একটি গ্লাস নিয়ে আছেন। ১৯৫৮ সালে এটি ৬০ ডলারে বিক্রি হয়েছিল। তবে তখন এটি লিওনার্দোর এক শিষ্য এঁকেছিল বলে ধারণা করা হচ্ছিল।
চার বছর আগে চিত্রকর্মটি মাত্র ১২৭.৫ মিলিয়ন ডলারে কিনে নিয়েছিল রাশিয়ার একজন ধনকুবের। কিন্তু এটি নিলামে বিক্রি ছিল না। ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে কিনেছিলেন।
এমজে/এআর