ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

গ্রেস মুগাবে এখন কোথায়?

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৭ শুক্রবার

জিম্বাবুয়েতে সেনাবাহিনীর ‘কাউন্ট ডাউন’ শুরু হওয়ার পর থেকে লাপাত্তা হয়েছেন ফার্স্ট লেডি গ্রেস মুগাবে। প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার কার্যালয়ে গৃহবন্দী হয়ে যাওয়ার পর থেকেই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, রবার্ট মুগাবেকে নিয়ে।

গ্রেস মুগাবের ক্ষমতালিপ্সাই জিম্বাবুয়ের বর্তমান অবস্থার জন্য দায়ি বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে গ্রেস মুগাবের বর্তমান অবস্থান নিয়ে জনমনে সন্দেহের তৈরি হয়েছে। তিনি কি আদৌ জিম্বাবুয়েতেই আছেন নাকি পার্শ্ববর্তী কোন দেশে আশ্রয় নিয়েছেন?

একাধিক সূত্রমতে গ্রেস মুগাবে বর্তমানে নামিবিয়ার রাজধানী উয়িন্ডহোক-এ আশ্রয় নিয়েছেন। তবে নামিবিয়া সরকার এ অভিযোগটি অস্বীকার করেছে। তবে আরেকটি সূত্র বলছে, গ্রেস মুগাবে দুবাই অথবা মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। দেশ দুটিতে মুগাবে পরিবারের প্রচুর অর্থ সম্পদ রয়েছে।

রবার্ট মুগাবেকে নিয়ে প্রতিরক্ষা বাহিনী বর্তমানে কিছু ভাবছে না, বলে দাবি করে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মুগাবের ক্ষমতা ছাড়ার পূর্বে গ্রেসের বিষয়ে আমরা কোন সিদ্ধান্ত নিব না।

এদিকে গ্রেস মুগাবেকে নিয়ে জিম্বাবুয়েতে প্রচুর সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছে স্বামী যখন গৃহবন্দী আছেন, তখন তিনি তাকে রেখে পালিয়েছেন। আবার অনেকেই বলছেন, ১৯৯৬ সালে রবার্ট মুগাবেকে বিয়ে করার পূর্বে গ্রেস তার সাবেক স্বামীকে তালাক দেন সংকট উত্তরনের জন্য। এজন্য তিনি রহস্যময়ী নারী হিসেবে পরিচিত।

মুগাবে দম্পতির একজোড় ছেলে-মেয়ে রয়েছে। তারা বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে রয়েছেন বলে সুত্রে জানা গেছে। তাঁদের মা গ্রেস মুগাবে গত কয়েক বছরে বিভিন্ন দেশে শত শত মিলিয়ন ডলারের সম্পদ কিনেছেন।

সুত্র: গার্ডিয়ান

এমজে/এমআর