ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ইন্টারন্যাশনাল গ্রীণ কনফারেন্স' ২০১৬ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৯ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০৭:৪৩ পিএম, ৯ এপ্রিল ২০১৬ শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইন্সটিটিউট ও গ্রীনটেক ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল গ্রীণ কনফারেন্স ২০১৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ও আন্তজার্তিক পরিবেশবিদ মাথিয়াস গ্যালভারসহ দেশী-বিদেশী বিভিন্ন ডেলিগেট। এ সময় বক্তারা টেকসই উন্নয়নের জন্য গ্রীণ ব্যাংকিং এর উপর গুরুত্বারোপ করে বলেন, আগামী অর্থনীতি শিল্পায়ন হতে হবে সবুজ নির্ভর। নবায়নযোগ্য জ্বালানীই পারে সবুজ বনায়ন রক্ষা করতে।