ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দোহারে সমাপনি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২১২

প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৯ নভেম্বর ২০১৭ রবিবার

সারাদেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায়ও শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনি (পিএসসি) এবং ইবতেদায়ি পরীক্ষা। দোহারে সমাপনি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২১২ জন। এবার উপজেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা চার হাজার ৯৩০ জন ছিল। যার মধ্যে পিএসসিতে অংশ নিচ্ছে চার হাজার ৭৫২ জন পরীক্ষার্থী এবং ইবতেদায়িতে ১৭৮ জন। রোববার সকাল ১০টায় ইংরেজি পরীক্ষার মাধ্যমে শুরু হয় পিএসসি ও ইবতেদায়ি পরীক্ষা যা চলবে এ মাসের ২৬ তারিখ পর্যন্ত। শেষ হবে গণিত পরীক্ষার মাধ্যমে।

দোহার উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার জানান, প্রথম দিনেই উপজেলার মোট পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ২১২ জন।
উপজেলার এবার মোট ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার পর পরই বিভিন্ন কেন্দ্র পরির্দশনে বের হন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরুল হাসান।

এসএইচ/