ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবেকে দল থেকে বহিস্কার

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৯ নভেম্বর ২০১৭ রবিবার

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে তার দল জানু-পিএফের প্রধান পদ থেকে বহিষ্কার করা হয়েছে একইসঙ্গে সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবাকে দলের নতুন প্রধান ঘোষণা করা হয়েছে

রোববার জানু-পিএফের (জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্ট) শীর্ষ পর্যায়ের এক সভা শেষে মুগাবেকে দলের প্রেসিডেন্ট পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শীর্ষ পদটি থেকে ৯৩ বছর বয়সী এই শাসককে সরে যাওয়ার দাবিতে রাজধানী হারারেসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। প্রায় ৩৭ বছরের এ শাসকের বিরুদ্ধে বিক্ষোভে সামরিক বাহিনীর ইন্ধন ছিল বলে অনেকেই মনে করছে।

জানু-পিএফ পার্টির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বের মধ্যে গত বুধবার জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় সেনাবাহিনী। এরপরই ৯৩ বছরের মুগাবেকে হারারেতে তার বিলাসবহুল ভবন ‘ব্লু রুফ’-এ গৃহবন্দি করে রাখার খবর আসে।

/ডিডি/