ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

সানিয়ার চোখে সেরা যে পুরুষ !

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৫:০৮ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার

শুধু টেনিস কোর্টে নয়, বহু যুবকের মন বারান্দাতেও দাপিয়ে বেড়ান সানিয়া মির্জা। তার রূপ-লাবণ্য অনেক বলিউড নায়িকাকেও হার মানায়। ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে যখন বিয়ে করেন, তখন বহু যুবকেরই হৃদয় ভাঙে।

সম্প্রতি দুবাইয়ের একটি ফ্যাশন প্রদর্শনীতে সানিয়া মির্জা যা বললেন তাতে আরেক দফা হৃদয় ভাঙ্গবে ভারতীয় ভক্তদের। ফ্যাশন শোতে সানিয়া আবারো জানিয়ে দিলেন

 পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকই তার দেখা সবচেয়ে আকর্ষণীয় পুরুষ।

সম্প্রতি পাকিস্তানের `স্টাইল আইকন` হওয়ার জন্য পুরস্কার পেয়েছেন শোয়েব মালিক। পাকিস্তানি অলরাউন্ডার সম্পর্কে সানিয়া বলেন, আমি মোটেও পক্ষপাতিত্ব করছি না! শোয়েব সত্যিই সুদর্শন। ফিটনেস বেশ ভালো। টল অ্যান্ড হ্যান্ডসাম। সে-ই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ।

সানিয়া আরো বলেন, প্রায় সব পোশাকেই ওকে মানায়। ওকে সুন্দর দেখানোর সমস্ত কৃতিত্ব আমি নিতে পারি না। তবে পোশাক নির্বাচনের বিষয়ে ওকে মাঝেমাঝে পরামর্শ দিয়ে থাকি।

সূত্র : ক্রিক ক্রেক

এমআর