কংগ্রেসের সভাপতি নির্বাচন ১৬ ডিসেম্বর, নেতৃত্বে আসছেন রাহুল-ই
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার
ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সম্মেলন আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কংগ্রেস ওয়ার্কিং কমিটির আজকের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দলের মুখপাত্র রন্দ্বীপ সুরজেওয়াল।
দলীয় ঘোষণা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে। ৫ ডিসেম্বরের মধ্যে প্রার্থীতা গ্রহণ ও যাচাই-বাঁছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ১১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। ১৯ ডিসেম্বর নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
তবে রাহুল গান্ধীই দলের প্রধান হচ্ছেন, এমন সিদ্ধান্ত মোটামুটি নিয়ে নিয়েছেন কনগ্রেসের সর্বোচ্চ ওই কমিটি। নির্বাচন শুধু আনুষ্ঠানিকতা মাত্র বলে ওই কমিটির একজন নাম প্রকাশ না করার শর্তে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান।
জানা যায়, বৈঠকে সোনিয়া গান্ধী সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তবে এটাই সম্ভবত সোনিয়ার শেষ সভাপতিত্ব বলে মনে করছেন অনেকে। এদিকে সোনিয়া দলের সংসদীয় কমিটির চেয়ারপারসন পদে থাকছেন বলে নিশ্চিত করেছেন একটি সুত্র।
এমজে/